পাংশার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৩-০৯-১৭ ১৪:৫৯:০৭

image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকালে বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং শিব শংকর চক্রবর্তীর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপির শাসনামলে কৃষক সার কিনতে গিয়ে গুলিতে মারা গেছে। তাদের গাছ কাটা, পুকুরের মাছ লুট, সন্ত্রাসী চাঁদাবাজী খুন জখম, হাতুড়িপেটা মানুষ ভুলে যায়নি। এসবের কারণে বিএনপি ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। তারা বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু বিদেশীদের কাছে ধরনা দিয়ে কোন লাভ হবে না। বিদেশীরা কারো ক্ষমতায় বসায়ে দিতে পারবে না।
এমপি জিল্লুল হাকিম আরো বলেন, বিএনপির কিছু লোকজন কাছিমের মতো মাথা বের করছে। চায়ের দোকানে বসে দুঃসাহস দেখাচ্ছে। বলে বেড়াচ্ছে- তারা নাকি ক্ষমতায় গেলে দেখায়ে দেবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমরা যদি মনে করি তাহলে তাৎক্ষণিকভাবে বিএনপির দেখায়ে দিতে পারি। বিএনপির দুঃসাহসের জবাব দিতে পারি। গাছে কাঁঠাল গোঁফে তেল। তিনি বিএনপির দুঃসাহসের উস্কানীমূলক কথাবার্তার জবাব দিতে দলীয় নেতা-কর্মীদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি জিল্লুল হাকিম এমপি বলেন, আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী দেশের শান্তি ও উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিন্নমূল মানুষের জমিসহ ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। হতদরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি কর্মসূচির মাধ্যমে তাদের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। কৃষি, শিক্ষাসহ রাস্তাঘাট, ব্রিজকালভার্ট, বিদ্যুৎ সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপি জিল্লুল হাকিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরার গুরুত্বারোপ করেন। 
বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রাজবাড়ী-ফরিদপুর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রয়োজনীয় রাস্তাঘাট, ব্রিজকালভার্ট উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কর্মী সভায় বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রইচ উদ্দিন মিয়া, কেছমত আলী শেখ, এ.কে আজাদ, মোঃ গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন মেম্বার প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মী সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, উদয় চক্রবর্তীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌরাট ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগদান করে। বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকের উপস্থিতি এবং নির্বাচনী বক্তৃতায় কর্মী সমাবেশ নির্বাচনী জনসভায় পরিণত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com