রাজবাড়ীতে কমেছে ডাবের দাম বেড়েছে ক্রেতার সংখ্যা

হেলাল মাহমুদ || ২০২৩-০৯-১৯ ০৫:২০:২২

image

ভোক্তা অধিকারের অভিযানের ফলে রাজবাড়ীতে প্রাকৃতিক পানীয় ডাবের দাম অনেকটাই কমেছে। ডাবের দাম কম হওয়ায় বেড়েছে ক্রেতার সংখ্যা। কয়েকদিনের ভ্যাপসা গরমে ক্রেতারা দেহকে একটু একটু স্বস্তি দিতে ডাব বিক্রেতার দোকানের দিকে ঝুঁকছে।
সরেজমিন, গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ীর কোর্ট এলাকা, রেলগেট বাজার, বড়পুল এলাকা ঘুরে ডাবের দোকানের ভীড় দেখা যায়।
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাব বিক্রেতা আবু বক্করের সাথে কথা হলে তিনি বলেন, আমরা বর্তমানে প্রতিটি মাঝারী ডাব ৫০ টাকা করে গ্রাম থেকে কিনে এনে শহরে ৭০টাকায় বিক্রি করছি।
 বড়পুল এলাকায় ডাব কিনতে আসা ঠিকাদার মাসুদুর রহমান বলেন, গতকাল ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে মাঝারী সাইজের একটা ডাব ৯০ টাকা দিয়ে কিনে খেলাম। সেই ডাব রাজবাড়ীতে এসে দেখছি ৭০ টাকা। তবে রাজবাড়ীতে ডাবের দামটা আনুপাতিক হারে  একটু কম। 
আরেক ডাবের ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, ভোক্তা অধিকারের অভিযানের পর রাজবাড়ীতে ডাবের দাম অনেক কমে গেছে। বাড়ী থেকে কোকের বোতল নিয়ে এসে দুইটি ডাব কিনে বাড়ী নিয়ে যাচ্ছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com