গোয়ালন্দে ৫৮জন দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মইনুল হক মৃধা || ২০২৩-০৯-২০ ১৬:২৯:১৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থবছরে উন্নত বাজেট "ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা" খাতের আওতায় ৫৮জন দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী এসব মানুষের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি ফাইল কেবিনেট প্রদান, ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল প্রদান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালায়ের কতৃক ৪৭টি নদী ভাঙন পরিবারের মাঝে ১বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা এবং উপজেলা মহিলা অধিদপ্তরের ৭জন নারীর মাঝে এককালীন দুই লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করে সংসদ সদস্য।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com