রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২০শে সেপ্টেম্বর বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিচার বিভাগের কার্যক্রম পরিদর্শনে আসা বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিনের সভাপতিত্বে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোঃ রাকিবুল হাসান পিয়াল, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুর রাজ্জাক-২, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনা ও সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ (বালিয়াকান্দি) মোঃ মিলন আলী।
এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম জান্নাতুন লিলিফা আকতার জাহান ও সৈয়দ সিরাজ জিন্নাতসহ জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ, কমিটির সদস্য বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দরিদ্র, অসহায়, বিচারিক খরচ বহনে অক্ষম দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের বিনা খরচে ন্যায় বিচার প্রাপ্তির জন্যই ২০০০ সালে বর্তমান সরকার দেশে লিগ্যাল এইড কার্যক্রম শুরু করেছিল। এরপর থেকে আজ পর্যন্ত জেলা লিগ্যাল এইড কমিটি অসহায় মানুষকে বিনা খরচে আইনী সুবিধা প্রদান করে যাচ্ছে। বর্তমানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান এই চিন্তাধারা থেকে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম শুরু করা হয়েছিল। যা বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে। সুতরাং আমাদের সকলকে সরকারের এই মহৎ উদ্যোগ লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আইনী সুবিধা প্রদান কার্যক্রমকে বেগবান করতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হয়ে যার যার অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রসারে কাজ করতে হবে। যাতে দেশের একটি মানুষও অর্থ অভাবে তার ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হয়। আজকের সভায় রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির সার্বিক কার্যক্রমের যে পরিসংখ্যান উপস্থাপন করা হল সেটা সত্যিই প্রসংশার দাবী রাখে। আজকে সভায় সদস্যগণ জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনার এই কার্যক্রমকে জেলার তৃণমূল পর্যায়ে প্রসারে তার কাজের যে প্রসংশা করলেন তাতে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমি মনে করি সে তার কাজের মাধ্যমে রাজবাড়ী জেলার সাধারণ মানুষের সাথে মিশে যেয়ে তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই জেলা লিগ্যাল এইড কমিটি আজ সফলতা পেয়ে। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বিশ্বাস করি আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি তবে যে কোন কাজে সফলতা আসবে। যাতে দেশ ও দেশের সাধারণ মানুষ উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিনসহ অন্যান্য বক্তাগণ জেলা লিগ্যাল এইড কার্যক্রম ও জেলার সাধারণ মানুষকে সচেতন করতে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়াও সভার শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com