রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা সরকারী গাছের গুঁড়ি হঠাৎই গায়েব হয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
গতকাল ২১শে সেপ্টেম্বর সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, চলতি বছরের ৩রা ফেব্রুয়ারী রাতে মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামে এলজিইডি সড়কের পাশে আরশেদের বাড়ীর কাছ থেকে রাতে তিনটি সরকারী মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা করে শাহিরুল নামে এক ব্যক্তি। খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার নির্দেশে সেই গাছের গুঁড়ি মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামানের জিম্মায় ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়। তবে অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান শেখ ওহিদুজ্জামানের নির্দেশেই ওই তিনটি গাছ কাটেন শাহিরুল। এ নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
অপরদিকে, চলতি বছরের ২২শে এপ্রিল রাতে মূলঘর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে বড় আকৃতির দুটি চাম্বল গাছ কাটেন মূলঘর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল জলিল ও বর্তমান মেম্বার আরশেদ আলী। খবর পেয়ে সেই গাছের গুঁড়ি মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামানের জিম্মায় ইউনিয়ন পরিষদের সামনে রাখেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরজাহান আক্তার সাথী।
এরপর থেকে মেহগনি ও চাম্বল গাছের গুঁড়িগুলো ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা ছিল। তবে গত ৪-৫ দিন আগে হঠাৎই গাছের গুঁড়িগুলো গায়েব হয়ে যায়।
মূলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের আব্দুর রহমান সরদার ও ভৈরবকোল গ্রামের আকবার প্রামাণিক বলেন, তিনটি স্তূপে কিছু মেহগনি গাছ ও কিছু চাম্বল গাছের গুঁড়ি ছিল। ৪-৫ দিন আগে একদিন সকালে দেখি এখানে গাছের গুঁড়িগুলো নেই। এগুলো কে নিয়েছে বা কীভাবে নিয়েছে আমরা জানি না।
স্থানীয় আব্দুল লতিফ নামে এক ব্যক্তি বলেন, গাছের গুঁড়িগুলোতে প্রায় ১০০ সিএফটি কাঠ হবে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। হঠাৎ করেই ইউনিয়ন পরিষদের সামনে থেকে গুঁড়িগুলো গায়েব হয়ে গেল। চেয়ারম্যান এ দায় এড়াতে পারেন না।
এ বিষয়ে মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান বলেন, ‘কয়েকদিন আগে পরিষদের ফরিদ মেম্বার আমাকে জানায় পরিষদের সামনে রাখা গাছের গুঁড়িগুলো দেখা যাচ্ছে না। কে বা কারা গুঁড়ি নিয়েছে আমি জানি না। তবে আমি গাছের গুঁড়িগুলো উদ্ধারের চেষ্টা করছি। ইনশাআল্লাহ্ আমি গুঁড়িগুলো উদ্ধার করতে পারবো।’
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি মূলঘর ইউনিয়নের চেয়ারম্যানকে ডেকেছি। যে বা যারাই গাছের গুঁড়ি নিয়ে থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com