রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে কয়েকজন কৃষকের পাটক্ষেতে বিষাক্ত ওষুধ দিয়ে পাট মেরে ফেলার অভিযোগ উঠেছে মোঃ লকাই বেপারী(৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল ১৪ই মে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ কুদ্দুস মন্ডল।
অভিযুক্ত লকাই বেপারী বাড়াইজুড়ি গ্রামের সুবান বেপারীর ছেলে ও ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস মন্ডল একই গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে।
কৃষক কুদ্দুস মন্ডল বলেন, ‘বাড়াইজুড়ি গ্রামে আমার স্যালো মেশিনের ব্লক আছে। আমি লকাই বেপারীর জমিতে আমার ব্লক থেকে নিয়মিত পানি দেই। কিন্তু ফসল উঠলে লকাই বেপারী আমার ব্লকের পানির ভাগ ঠিকমতো দেয় না। আমার পানির ভাগ কম দেওয়ার ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করলে সে আমাকে মারতে আসে। এ নিয়ে তার সঙ্গে আমার দ্বন্দ চলছিলো। এর জের ধরে গত ৯ই মে বিকেল ৩টার দিকে লকাই বেপারী আমার এবং আমার ভগ্নিপতি শামসুর পাট ক্ষেতসহ আরও অন্যান্য পাট ক্ষেতে বিষাক্ত ওষুধ দিয়ে পাট মেরে ফেলে। এলাকার কয়েজন মানুষ পাট ক্ষেতে লকাইয়ের ওষুধ দেয়ার ঘটনাটি দেখেছেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আশাবাদী থানা কর্তৃপক্ষ আমার অভিযোগটি আমলে নিয়ে লকাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিবেন।’
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com