রাজবাড়ীতে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মাহফুজুর রহমান || ২০২৩-০৯-২৪ ২৩:৫৭:০৩

image

রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২৪শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
 সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
 উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন ও জেলা তথ্য অফিসার রেখা বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, ৫টি উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
 এ ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা থেকে বিজয়ী ১০টি দল অংশগ্রহণ করছে।
 উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলার বড় সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কালুখালী উপজেলার ইয়াকুব হোসেন মোল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় একে অপরের মুখোমুখি হয়।
 এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কালুখালী উপজেলার নুরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।
 রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল জানান, আগামী ২৬শে সেপ্টেম্বর বেলা ৩টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। আগামী দিনের খেলা দেখার জন্য তিনি সকলেই আমন্ত্রন জানিয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com