গোয়ালন্দে আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

মইনুল হক মৃধা || ২০২৩-০৯-২৭ ১৫:৪৩:৩৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল ২৭শে সেপ্টেম্বর সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 সভায় উপজেলার বিভিন্ন পর্যটনের স্থান,পর্যটনের টেকসই বিকাশ এবং প্রচার ও প্রসারে সবাই উদ্যোগী ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com