অনলাইন প্ল্যাটফর্ম রাজবাড়ী সার্কেলের চড়ুইভাতি অুষ্ঠিত

সুজন বিষ্ণু || ২০২৩-০৯-২৯ ১৪:৪১:১৪

image

রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম রাজবাড়ী সার্কেল কর্তৃক আয়োজিত সার্কেল চড়ুইভাতি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।    গতকাল ২৯শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সরকারী কলেজ মাঠে চড়ুইভাতি অনুষ্ঠানের শুরুতে পরিচিত সভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভা শেষে শুরু হয় মেয়েদের বল বদল খেলা ও ছেলেদের ফুটবল খেলা। নামাজ শেষে দেওয়া হয় দুপুরের খাবার। এরপর সবার অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় হাড়িভাঙ্গা খেলা। পরে মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চলে বিকাল পাঁচটা পর্যন্ত।
 আলোচনা সভায় রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন, রাজবাড়ী সার্কেলের ক্রিয়েটিভ এডভাইজার ও ডিবিসি এবং বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, তৌহিদুল ইসলাম সম্রাট, এডমিন শেহ্জাদুল হক অভি, মডারেটর রায়হান, সাকিব, শামীম, শিহাব, মনজু, সাজিদ, সাগর, শান্তনা শর্মা প্রীতি, সার্কেল উইংস ও  সার্কেল বাজসহ ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।
 মতবিনিময় সভা শেষে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানের সার্বিক খোঁজ খবর সহ উপস্থিত সবার মাঝে কথা বলেন রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ এবং পরিচালক তাইফুর রহমান তুষার।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com