প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গত ২৮শে সেপ্টেম্বর বাদ জোহর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুরে নিজ বাড়ীতে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ব্যক্তি উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য হারুন আর রশীদ মানিক, জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য এহেতশাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ইয়াসির আরাফাত রামিম, কালুখালী উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান লাভলু ও মাওলানা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা শেখ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
এর আগে শেখ সোহেল রানার টিপুর নেতৃত্বে মোহনপুর থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
মোটর সাইকেল শোভাযাত্রাটি পাংশা পৌরসভার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তার নিজ বাড়িতে এসে শেষ হয়। মোটর সাইকেল শোভাযাত্রা শেষে স্থানীয় ৫ শতাধিক মানুষের মাঝে ঔষধি গাছ বিতরণ করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বিদেশে আছেন। আজ তার ৭৭তম জন্মদিন। তার এই জন্মদিনে ছোট্ট পরিসরে আমি একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার শারীরিক সুস্থ্যতার জন্য দোয়া করবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com