পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে গত ২৮শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর স্লুইচগেট ঈদগাহ ময়দানে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব, প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক রাজু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজম মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নজের মওলা, এনায়েতুল হাসনাইন রওশন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস ও মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কুরবান আলী মন্ডল উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। তিনি ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ)।
তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন। জগতে আলো ছড়িয়ে অন্ধকারকে জয় করতেই আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে মহানবী(সাঃ) ছিলেন অনুপম আদর্শের অধিকারী। তিনি কখনই অন্য ধর্মাম্বলম্বীদের উপর কোন ধরণের হস্তক্ষেপ করেননি। উল্টো অন্য ধর্মের লোকজনের সাথে আপোষ করে সামাজিকতা ও শান্তি প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ওই আদর্শ আমরা অনুকরণ করলেই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com