রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকালে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বাবুর আয়োজনে কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা বাবুর সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার ফিরোজ আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আহসান উল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান মাস্টার, রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম ও বানিবহ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
খেলায় রামকান্তপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ২-১ গোলে ৯নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে ৪২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। তাই এই ধরনের টুর্নামেন্টের আয়োজন চালিয়ে যেতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com