পাংশায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৩-০৯-৩০ ১৫:১৫:৫৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩০শে সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।

 এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 পাংশা উপজেলার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাসের উপস্থাপনায় দিবসের তাৎপর্য তুলে ধরে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) কর্মকর্তা ইমন আরেফিন, প্রান্তিক মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নাজমা কায়কোবাদ, পাংশা পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর রাশিদা ইয়াসমিন ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মেহজাবিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী।
 অনুষ্ঠানে সরকারী বরাদ্দপ্রাপ্ত মাগুড়াডাঙ্গী গ্রামের আশ্রয়ন মহিলা উন্নয়ন সমিতির ৪০ হাজার টাকা, নারায়নপুর গ্রামের দুঃস্থ মাতৃকল্যাণ সংস্থার ৪০ হাজার টাকা, গুধিবাড়ী গ্রামের উদয়ন মহিলা কল্যাণ সমিতির ২৫ হাজার টাকা, চর দুর্লভদিয়া গ্রামের পদ্মা মহিলা কল্যাণ সমিতির ৩০ হাজার টাকা, গঙ্গানন্দদিয়া দুঃস্থ নারী কল্যাণ সমিতির ২৫ হাজার টাকা, নারায়নপুর গ্রামের দীপ্তি নারী উন্নয়ন সংগঠনের ২৫ হাজার টাকা, গুধিবাড়ী গ্রামের সূর্যের হাসি মহিলা উন্নয়ন সংস্থার ২৫ হাজার টাকা, নারায়নপুর গ্রামের স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার ২৫ হাজার টাকা, একই গ্রামের প্রান্তিক মহিলা উন্নয়ন সংস্থার ২৫ হাজার টাকা, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার ২৫ হাজার টাকা ও গতমপুর মহিলা উন্নয়ন সংস্থার ৪০ হাজার টাকার চেক প্রদান করেন অতিথিবৃন্দ।
 অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com