মূলঘরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাহফুজুর রহমান || ২০২৩-০৯-৩০ ১৫:১৬:৩২

image

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ ছহিরুদ্দিন হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিম খানার মাঠ প্রাঙ্গেনে গত ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
 বিলনয়াবাদ ছহিরুদ্দিন হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইনতাজ শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডঃ মোঃ জাহিদ হোসেন মৃধা, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, সদর থানা কৃষক লীগের সভাপতি মোঃ আল মামুন আরজু, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিবর রহমান গায়েন, সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মৃধা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু নাসির শেখসহ বক্তব্য রাখেন।
 অনুষ্ঠান পরিচালনা করেন মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া। দোয়া পরিচালনা করেন বিলনয়াবাদ ছহিরুদ্দিন হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান আনতারী।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com