৭দফা দাবীতে ঢাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী

রফিকুল ইসলাম || ২০২৩-০৯-৩০ ১৫:২০:১১

image

রাজধানী ঢাকার শাহবাগে এলাকায় গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে হলেও সংরক্ষণ, পুনঃবহালসহ ৭দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 কেন্দ্রীয় এ কর্মসূচীতে রাজবাড়ী জেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি রাজবাড়ী সদর উপজেলা কমিটি ও গোয়ালন্দ উপজেলা কমিটি অংশগ্রহণ করে।
 অবস্থান কর্মসূচীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ্ আলম পাঠান, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাবরিনা তিশা, রাজবাড়ী জেলা কমিটির প্রতিষ্ঠা মোঃ বজলুর রশীদ, সভাপতি মোঃ মাকছুদুর রহমান শাওন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ আয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মাহমুদুল রশীদ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ একে আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম শেখ, গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি মোঃ ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 দাবী সমূহ-(১) দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে দিয়ে হলেও ৯ম গ্রেড থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত সংরক্ষণ করণসহ মুক্তিযোদ্ধা কোটা ফেরত ও রাজাকারের তালিকা করতে হবে।
(২) বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাশ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী ও মর্যাদা নির্ধারণসহ স্বল্প সুদে ঋণ ও সম্মানীভাতা বৃদ্ধি করতে হবে ।
(৩) বীর মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির অবসরের বয়স ৬১ বছর করতে হবে যা বীর মুক্তিযোদ্ধাদের এখনো ৬১ বৎসর বলবৎ আছে। আইন মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রাপ্য অধিকার ।
(৪) মানব সেবা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা হাজার বছর বাঁচিয়ে রাখতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে কমপক্ষে ৫০টি সংরক্ষিত আসনসহ প্রত্যেক সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে ২জন করে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং কমিটি ও আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে ২জন সদস্য বাধ্যতামূলক রাখতে হবে।
(৫) বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, মামলা, নির্যাতন ও তাদের জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের কাছে দাবী জানাচ্ছি।
(৬) বাজারে হঠাৎ মূল্য বৃদ্ধির সিন্ডিকেট, ঘুষ, দূর্নীতি-মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বিদেশে টাকা পাচার বন্ধে কঠিন আইন করতে হবে ।
(৭) বীর মুক্তিযোদ্ধার সন্তানের মৃত্যুর পর তার স্ত্রী অথবা বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের নামে ভাতা চালু করতে হবে । বংশপরাম্পর ভাতা চালু না করলে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হতে পারে।
 অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীরা আরো বলেন, প্রধানমন্ত্রীর দেশরতœ শেখ হাসিনা সাথে সাক্ষাৎসহ ৭ দফা দাবী বাস্তবায়নের আশ্বাস না পেলে আমরা শাহবাগ চত্ত্বর অবরোধ করতে বাধ্য হবো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com