রাজবাড়ীতে মার্কিন সাম্রাজ্যবাদ, মৌলবাদ, জঙ্গীবাদ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে গত ৩০শে সেপ্টেম্বর বিকেলে সন্ত্রাস বিরোধী দিবস ও বিক্ষোভ সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি।
বিক্ষোভ মিছিলটি ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় থেকে বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভাজনচালা রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক কমরেড আরবান আলী, জেলা সম্পাদক ম-লীর সদস্য কমরেড মওলা বক্স, কমরেড অরুণ কুমার সরকার, জেলা শাখার নেতা কমরেড শেখ মনিরুজ্জামান ছালাম, নায়েব আলী মোল্লা, শফিকুল ইসলাম, অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, বিক্রম দত্ত, এ্যাডঃ আরব আলী, এডঃ রফিকুল ইসলাম ও সুব্রত পালসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক মৌলবাদী ষড়যন্ত্র প্রতিরোধ এবং মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির লড়াই অব্যাহত রাখতে হবে, এছাড়াও অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com