ইন্টার্ন ভাতা আদায়ের দাবীতে রাজবাড়ীতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১০০ শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইয়ের ছাত্র-ছাত্রীরা।
গতকাল ১লা অক্টোবর বেলা ১১টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনের ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে রাজবাড়ী নার্সেস এসোসিয়েশনের আহবায়ক ও ইন্টার্ন নার্স মো: রাসেল শেখ, ইন্টার্ন নার্স শামীমা আফরিন, রেজাউল করিম ও খালেদা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদান করা হবে। কিন্তু ইন্টার্ন ছাত্র-ছাত্রীরা বাইরে বাসা ভাড়া করে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। অতি দ্রুতই এ ভাতা চালুর জোড় দাবী জানিয়ে বলেন, এ ভাতা চালু না হলে সকল ইন্টার্ন নার্স আজ থেকেই তাদের কর্মবিরতি পালন করবে।
মানববন্ধন কর্মসূচী শেষে তারা মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয় প্রদক্ষিণ করে। এ সময় রাজবাড়ী সদর হাসপাতালের প্রায় শতাধিক ইন্টার্ন নার্স এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com