ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষে গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান || ২০২৩-১০-০১ ১৪:৫৬:৫৫

image

আগামী ৩রা অক্টোবর এক দফা দাবীতে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে গতকাল ১লা অক্টোবর বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে সহযোগী অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 প্রস্তুতি সভায় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তসলিম আহম্মেদ ও সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com