রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এবং জলাশয় নির্বাচন পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটি বাস্তবায়নে ২য় ধাপের রাজস্ব বাজেটের বরাদ্দের আওতায় তিনটি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল ৩রা অক্টোবর দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বরোপিট জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মেহেরুন্নাহার।
এ সময় উপজেলা কৃষি অফিসার খোন্দকার আবু বকর সিদ্দিক, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকমল হোসেন বাচ্চু, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান তছির মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সফিকুল ইসলাম, আশরাফ সিদ্দিকী বাচ্চু, স্থানীয় জনপ্রতিনিধি আঃ লতিফ, ফরিদা পারভীন, মৎস্য অফিসের এফএ মোঃ ইব্রাহিম ও প্রিয়া রানী দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার কালিকাপুর ইউপির বরোপিট জলাশয়ে ১৩৩ কেজি, রতনদিয়া ইউপির তহসীল অফিসের পুকুরে ৮৪ কেজি ও বোয়ালিয়া ইউনিয়নের নশরতশাহী রামচন্দ্রপুর আশ্রায়ন প্রকল্পের পুকুরে ১১৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com