রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কালুখালী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নুরু বিশ্বাস রাহুল বিশ্বাস(৩২) ও তার স্ত্রী সুফিয়া খানম(২৮)।
গত ২রা অক্টোবর রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর শমসের মার্কেটের চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে তাদেররকে গ্রেফতার করা হয়।
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
এ বিষয়ে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৩রা অক্টোবর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com