সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গতকাল ৩রা নভেম্বর সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা পরিষদের সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেখা রানীর সঞ্চালনায় জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, জেলা সনাকের সাবেক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, দলিত হরিজন কমিটির সভাপতি অরুন কুমার দত্ত এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com