রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি হুইল চেয়ার উপহার দিয়েছেন লন্ডন প্রবাসী আব্দুল আজিজ খান।
গতকাল ৩রা অক্টোবর দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামের এ কৃতি সন্তানের অর্থায়নে ও সান সাইন কলেজিয়েট স্কুলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলামের হাতে হুইল চেয়ারগুলো তুলে দেওয়া হয়।
এ সময় নূরতাজ আলম রবিন, মাহমুদুল হাসান রাকিব, জহিরুল ইসলাম পাপ্পু মৃধা, মানসুর আহসান, শংকর কুমার সাহা, শরিফুল ইসলাম, মোঃ জাকির হোসেন, তুষার কুমার বিশ্বাস ও সুমন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com