রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর শহরের জুরান মোল্লা পাড়া এলাকা থেকে গত ৩রা অক্টোবর দুপুরে ১৫৬০ পিস ইয়াবাসহ মিলন শেখ(৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মিলন শেখ জুরান মোল্লার পাড়া এলাকার ইসমাইল শেখের ছেলে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গত ৩রা অক্টোবর দুপুরে জুরান মোল্লাপাড়া এলাকার হায়দার হোসেনের বিল্ডিং থেকে তাকে ১৫৬০পিস ইয়াবাসহ মিলন শেখকে হাতে নাতে গ্রেফতার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com