রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন, বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামগোপাল চ্যাটার্জী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চৌধরী রতন, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সাধারন সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাত ইউনিয়নের ১৫৯টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com