কালুখালীতে ধানক্ষেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ফজলুল হক || ২০২৩-১০-০৭ ০১:৩৭:০৫

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কাওয়াখোলা সামরা বিলের ধান ক্ষেতের মধ্যে থেকে গত ৫ই অক্টোবর বিকালে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 জানাগেছে, গত ৫ই অক্টোবর বিকালে কাওয়াখোলা গ্রামের বিলের ধান ক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকার খবর পেয়ে কালুখালী থানা পুলিশকে অবগত করে। সংবাদ পেয়ে কালুখালী থানা অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল ৬ই অক্টোবর সকালে লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়।
 এ ব্যাপারে অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পড়নে ছিলো কালো রংয়ের জামা, নেভী ব্লু পাজামা ও একটি ওড়না। মহিলার পায়ে ছিলো একজোড়া স্যান্ডেল। সাথে একটি ভ্যানিটি ব্যাগও ছিল।
 এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com