পাংশায় উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৩-১০-০৭ ০১:৩৮:০৫

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন, পাট্টা ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী, যশাই ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, জনসংখ্যার সঠিক তথ্য নির্ধারণে জন্ম ও মৃত্যুর নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। সরকারীভাবে মানুষের জন্ম ও মৃত্যুর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু জনসাধারণ এ বিষয়ে খুব বেশি সচেতন নয়। জনসাধারণের মাঝে জন্ম ও মৃত্যুর নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০২১ সালের ৯ই আগস্ট মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে ৬ই অক্টোবরকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ঘোষণা করে সরকার। এরপর থেকে প্রতিবছর ৬ই অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়ে আসছে।
 সভায় সঠিকভাবে জন্ম ও মৃত্যুর নিবন্ধন সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার গুরুত্বারোপ করা হয়।
 উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ১০টি ইউনিয়ন পরিষদের সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com