রাজবাড়ীতে নানা দাবীতে ক্লাস বর্জন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি

মীর সামসুজ্জামান || ২০২৩-১০-১২ ০০:১৯:৪২

image

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সকল ন্যায্য দাবী আদায়ে টানা তিনদিনের সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারী কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষকরা।
 এরই অংশ হিসেবে গতকাল ১০ই অক্টোবর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট।
 এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, সহ-সভাপতি ইসলামের ইতিহাসের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী আবু হুসাইন, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, শিক্ষক পরিষদের সম্পাদক তালুকদার মোস্তাফিজুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলমসহ সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 কর্মবিরতি পালনকালে শিক্ষকেরা তাদের পেশায় বিভিন্ন অনিয়ম ও দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন।
 রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি প্রফেসর হোসনেয়ারা খাতুন বলেন, শিক্ষার রূপান্তরের অন্যতম কারিগর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তারাই প্রণয়ন করেছেন নতুন শিক্ষাক্রম। এ শিক্ষাক্রম বাস্তবায়নেও তারাই অন্যতম শক্তি। অথচ প্রাপ্য অধিকার ও সুবিধা থেকে তারা পুরোপুরি বঞ্চিত। পদোন্নতির সব যোগ্যতা অর্জন সত্ত্বেও বছরের পর বছর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন না। অবিলম্বে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদন্নোতিসহ তাদের সকল দাবী দাওয়া মেনে নিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com