দৌলতদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৩-১০-১২ ০১:১৫:২৯

image

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১১ই অক্টোবর বিকালে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত‘ উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে দৌলতদিয়া ১ নম্বর ফেরী ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়’ আগামী ১২ই অক্টোবর হতে ২রা নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
 এছাড়া বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা ও দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
 সচেতনতামূলক সভায় সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।
 সভায় বক্তারা বলেন, সারা বছরের জাটকা রক্ষায় ২ মাস এবং মা ইলিশ রক্ষায় ২২ দিন বন্ধ থাকে। বিশ্বের মধ্যে ৮৬ ভাগ ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়। ১২ই অক্টোবর থেকে আগামী ২রা নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। আইন অমান্য করে কেউ নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 তারা আরো বলেন, এই নিষিদ্ধ সময়ের জন্য সরকার ২৫কেজি করে চাউল দিবেন। তাছাড়া বিভিন্ন সময়ে প্রনোদনা দিয়ে থাকেন। আওয়ামী লীগ সরকার জেলেদের জন্য বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। শুধু তাই নয় দেশের উন্নয়নের জন্য সর্বোপরি কাজ করছে। আমাদের দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে সরকার। তাই আপনারা মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে নামবেন না। ২২দিন পর আপনারা নদীতে মাছ ধরে বিক্রি করবেন। সে মাছ আমরা কিনে খাবো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com