র্যাবের অভিযানে কুষ্টিয়া জেলা সদরের কোর্টপাড়া এলাকা থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী নারীসহ ২জন গ্রেফতার হয়েছে।
গতকাল ২০শে সেপ্টেম্বর বিকালে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন কাঁচের কোল গ্রামের ইকরামুল হকের স্ত্রী তনুজা ইসলাম(২৭) এবং একই উপজেলাধীন সিদ্ধি গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম(২৯)।
গ্রেফতারের পর ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব তাদেরকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা গোয়েন্দা সংস্থা এনএসআই’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com