প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
গতকাল ১২ই অক্টোবর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৪৬৭ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
এ সময় উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দায়িত্বরত ট্যাগ অফিসার লক্ষণ কুমার বিশ্বাস, ইউপি সচিব মোঃ ইব্রাহীম সরদার, পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ফকির, ইউপি সদস্য মোঃ ফরিদুজ্জামান, মোঃ রাসেল, মহিলা ইউপি সদস্য রাহেলাসহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com