পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

মোক্তার হোসেন || ২০২৩-১০-১২ ১৫:৩৬:১৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গতকাল ১২ই অক্টোবর “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
 এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
 দিবসটি উপলক্ষে সকাল ১০টায় পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মঞ্চে আলোচনা সভা এবং বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
 পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। 
 স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রয়েল আহমেদ।
 অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ইন্সপেক্টর(তদন্ত) ইফতেখার আলম প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোত্তালেব আলী, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com