মহান মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলার একমাত্র বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড শহীদ খবিরুজ্জামানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১২ই অক্টোবর দুপুরে পাংশা উপজেলার বাহাদুর ইউনিয়নের তার গ্রামের বাড়ী কাজীপাড়া জামে মসজিদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে তার পরিবারের সদস্যগণ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন কাজীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান।
তার পরিবারের সদস্য বাংলাদেশ চতুর্থশ্রেণীর সরকারী কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জানান, মহান মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলার একমাত্র বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো শহীদ খবিরুউজ্জামান বীর বীক্রম। ১৯৭১ সালে ১২ই অক্টোবর টেকেরহাট কুমার নদীতে পাকিস্থানী হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন খবিরুউজ্জামান। তার এই বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে মহান মুক্তিযুদ্ধের মরনোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করেন। বর্তমানে তার পরিবারের অন্যান্য সদস্যগণ পাংশা উপজেলার বাহাদুর ইউনিয়নে কাজীপাড়ায় বসবাস করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com