হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ১০২টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ১২ই অক্টোবর বিকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এসব পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে এ নগদ টাকা তুলে দেন তিনি।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃৃন্দরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com