বালিয়াকান্দিতে বাঁশ দিয়ে নির্মিত ব্যতিক্রমী ১৪’শ ফুটের মন্ডপ॥স্থান পাবে তিনশ প্রতিমা

মীর সামসুজ্জামান || ২০২৩-১০-১৩ ১৫:৪৬:১৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে পুকুরের ওপর ১০ হাজারেরও বেশি বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হচ্ছে ১৪০০ ফুটের দূর্গা মন্ডপ। ব্যতিক্রমী এই মন্ডপে স্থান পাবে তিন শতাধিক প্রতীমা। যেখানে তুলে ধরা হবে সনাতন ধর্মের আলোকে বিভিন্ন কাহিনী ও সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র।
 ব্যতিক্রমধর্মী এ পূজা উপহার দিতে চলেছে জামালপুর ও আলোকদিয়া উত্তরপাড়া সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা উদযাপন কমিটি। ব্যাতিক্রমী এ পূজা মন্ডপ দেখতে দেশ বিদেশ থেকে কয়েক লাখ লোক সমাগোম হবে বলে জানায় আয়োজকরা। ব্যতিক্রমী এই আয়োজন চলবে লক্ষ্মীপূজা পর্যন্ত।
 জানা গেছে, ১০ হাজারেরও বেশি বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হচ্ছে দূর্গা মন্ডপ। মন্ডপে দেবী দূর্গার সাথে স্থান পাবে ৩০০ টি প্রতিমা। ৫০ জন শ্রমিক তিনমাস ধরে কাজ করে শেষ পর্যায়ে নিয়ে আসছেন এই মহাযজ্ঞ। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিন ছুটে আসছেন সাধারণ দর্শনার্থীরা।
 মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্ডপের ভিতরে মেট্রোরেলের মধ্যে থাকবে বিভিন্ন সময়ে পৃথিবীতে জন্ম নেয়া সনাতন ধর্মের ২০ জন মনিষী। মন্ডপের মধ্যে প্রতিমা দিয়ে ফুটিয়ে তোলা হবে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়। দক্ষযজ্ঞ, সতীর দেহ ত্যাগ, সতীর দেহ থেকে ৫১টি তীর্থ ক্ষেত্র, শ্রীকৃষ্ণের কুঞ্জবন।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, পানির ওপর বাঁশ দিয়ে ৬টি ম-প তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি ম-পে স্থাপন করা হয়েছে প্রতিমা। মন্দিরে প্রবেশ করলে ১৪শ’ ফুট পায়ে হেঁটে শেষ করতে হবে প্রতিমা প্রদর্শন। মন্দিরে প্রবেশের সময় চোখে পড়বে শিবের বিশালকৃতির মূর্তি। এরপর মূল প্রবেশ পথ দিয়ে কিছু দূর আগালে দেখা যাবে বড় মন্দির।
 সেখানে তুলে ধরা হয়েছে দক্ষযজ্ঞের কাহিনী। দক্ষযজ্ঞ থেকে শুরু করে সতীর পুর্নজন্ম ও ৫১টি শক্তিপীঠের কাহিনী সাজানো হয়েছে মূর্তিগুলো দিয়ে। এরপর পুকুরের ওপর তৈরি করা হয়েছে ওভারব্রিজ। ব্রিজের দুই পাশে পানির ফোয়ারার মধ্য দিয়ে সামনের মন্ডপে মেট্রোরেলের ভেতরে রাখা হয়েছে ২০ জন মনীষী। সেগুলো দেখে সামনে আগালে দেখা যাবে সনাতন ধর্মের আরেক কাহিনী। সেটি শেষ করতে পরের ম-পে দেখা যাবে কুঞ্জবনে শ্রীকৃষ্ণের শৈশব। এরপর দেবির ঘটকে বিদায়ের আরেকটি দৃশ্য। সেটি শেষে পৌঁছে যাওয়া যাবে মূল দুর্গা মন্ডপে।
 এরইমধ্যে আয়োজন দেখতে আসতে শুরু করেছেন জেলার বিভিন্ন স্থানের দর্শনার্থীরা। তাদের দাবী, দক্ষিণ এশিয়ার মধ্যে রাজবাড়ীর বালিয়াকান্দির এই আয়োজন ব্যতিক্রমী।
 প্রতীমা তৈরির কারিগর সুজিত কুমার পাল বলেন, তিন মাস ধরে আমরা এখানে কাজ করছি। মহাষষ্ঠীর দিনের আগে শেষ হবে এই কাজ। আমাদের এই আয়োজন হবে দেশ সেরা। বাঁশ দিয়ে নির্মিত মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। মন্ডপে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে। যেখানে থাকবে মেট্রোরেল, পানির ফ্লোরা।
 বাঁশের কাঠামো দিয়ে মন্ডম তৈরির কারিগর ইউসুফ মিয়া বলেন, আমরা প্রতিবছর ব্যতিক্রমী আয়োজন করি। করোনার পর এই বছর আবার নতুন করে শুরু করেছি। এখানে সনাতন ধর্মের বিভিন্ন কাহিনী তুলে ধরা হবে। আমাদের আয়োজন চলবে লক্ষ্মীপূজা পর্যন্ত।
 আলোকদিয়া দূর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, আমরা প্রতি বছর এখানে ব্যতিক্রমী আয়োজন করি। করোনার পর তিন বছর বড় পরিসরে এই আয়োজন করতে পারিনি। এবছর আবার শুরু করেছি। এখানে পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসে। এবারো কয়েক লাখ দর্শনার্থীদের সমাগম হবে। ব্যক্তিক্রমী এই আয়োজনে আমাদের বিশেষ নিরাপত্তা থাকবে।
 এরই মধ্যে মন্ডপ তৈরির ৮০শতাংশ কাজ শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ৫০ জন শ্রমিক কাজ করছে।
 তিনি আরও বলেন, প্রতীমার মাটির কাজও শেষের দিকে। ৬টি মন্ডপে সনাতন ধর্মের কাহিনী ফুটিয়ে তোলা হবে। মন্দিরের ভেতরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে মেট্রোরেলের ভেতরে মাটির তৈরি মনীষীদের ভাস্কর্য রাখা হয়েছে। তাদের জীবনাদর্শ সম্পর্কে মানুষ যেন জানতে পারেন। সেই তথ্য রাখা হয়েছে। লক্ষ্মী পূজা পর্যন্ত এই আয়োজন থাকবে বলে জানান তিনি।
 রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ীতে এ বছর ৪৪৬ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম-পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে বড় পরিসরে দূর্গাপূজা হবে। সেখানে আমাদের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
 রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবে বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামের মন্দির কমিটি ব্যতিক্রমী আয়োজন করেছেন। তাদের আয়োজন সম্পর্কে আমি অবগত রয়েছি। সনাতন ধর্মের কয়েকটি দিক সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেখান থেকে মানুষ ধর্ম সম্পর্কে জানতে পারবেন। এই আয়োজন আমাদের সবার জন্য গর্বের।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com