রাজবাড়ীতে সু-প্রভাতের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

সুজন বিষ্ণু || ২০২৩-১০-১৪ ১৭:০৮:৪৪

image

রাজবাড়ীতে শরীর চর্চা ও বিনোদনমূলক সংগঠন “সু-প্রভাত” এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
 এ উপলক্ষে গতকাল ১৪ই অক্টোবর সকালে শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন ঈদগাহ্ মাঠে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
 পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পান্নাচত্ত্বর, রেলগেট ও রেল স্টেশন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হোসেন শান্তুনু, উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সুপ্রভাত সংগঠনের উপদেষ্টা আব্দুল হক, ধীরেন্দ্র নাথ দাশ, সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, অমিত সাহা, সাধারণ সম্পাদক ও সু-প্রভাতের প্রতিষ্ঠাতা মোঃ মকবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুজায়েদ ভূইয়া, শরীর চর্চার প্রধান প্রশিক্ষক মোঃ হাবিব শেখ, সাংগঠনিক সম্পাদক নিরানন্দ সরকার, মহিলা সদস্য রুমা পারভীনসহ সু-প্রভাতের সদস্য বৃন্দ এবং রাজবাড়ী সরকারী কলেজের বিএনসিসি গ্রুপের সদস্য ও বিভিন্ন স্কুলের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com