খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে রাজবাড়ীতে বিএনপির খৈয়ম গ্রুপের গণঅনশন

শেখ রনজু আহাম্মেদ || ২০২৩-১০-১৪ ১৭:০৯:১৫

image

সরকার পতনের ১দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে রাজবাড়ী জেলা বিএনপির খৈয়ম গ্রুপের উদ্যোগে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৪ই অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী জেলা শহরের বকুল তলার মহিলা কলেজের পাশে গণঅনশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনঞ্জুরুল আলম দুলাল।
 গণঅনশন চলাকালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আইযুব রহমান আইযুব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, আবুল কালাম আজাদ, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, মনিরুজ্জামান বাবু, জিয়াউর রহমান জিজু, মোবাইদুল ইসলাম মিরাজ, মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন ডেইজি, আব্দুর রব হিটু, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, মামুনুল ইসলাম রনি, গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার, মনোয়ার হোসেন মিন্টু, কাউসার মাহমুদ, ছাত্রদলের নেতা মোঃ আল আমিন খান, মোঃ রবিন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
 দুপুর ১টার দিকে অনশনকারীদের মুখে পানি দিয়ে গণ অনশন ভাঙেন রাজবাড়ী চাউল বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজী বেনজির আহম্মেদ ও ব্যবসায়ী সমিতির নেতা আব্দুল মাজেদ খান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com