রাজবাড়ীতে ‘মুজিব ঃ একটি জাতির রূপকার সিনেমা দেখলো’ জেলার পুলিশ কর্মকর্তাগণ

মীর সামসুজ্জামান || ২০২৩-১০-১৫ ০২:৫১:৩২

image

রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্বলিত চলচ্চিত্র ‘মুজিব ঃ একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখলেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।
 গতকাল ১৪ই অক্টোবর সন্ধ্যা ৬টায় পুলিশ সুপার জেলা পুলিশের সকল ইউনিট ও তাদের পরিবারের সদস্যদের সাথে রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে চলচ্চিত্রটি উপভোগ করেন।
 সিনেমাটি দেখে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধি যুগে যুগে এমন সব ব্যক্তিত্বের আগমন ঘটেছে, যাদের হাত ধরে মানবতার মুক্তির সনদ রচিত হয়েছে। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই ছোট্ট ভূ-খন্ডটির জন্মের সাথে যার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত তিনি আর কেউ নন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
 এ সময় বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পুলিশ লায়ন্সের আরআইসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলার অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com