বালিয়াকান্দিতে অবৈধ সিসা কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা॥কারখানা বন্ধ

তনু সিকদার সবুজ || ২০২৩-১০-১৫ ১৬:৫৮:০৯

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এই সাথে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
 গতকাল ১৫ই অক্টোবর দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
 সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, বাঘুটিয়া গ্রামে অবৈধ সিসা কারখানায় ব্যাটারী গালিয়ে সিসা তৈরী করছিলো নওগাঁ জেলার রানী নগর যাত্রাপুর গ্রামের শহিদুল ইসলাম। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই অবৈধ কারখানায় অভিযাান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানা করাসহ কারখানাটি বন্ধ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com