বহরপুরে গ্রামীণ শিল্প পণ্য মেলা থেকে মোটর সাইকেল খোয়ালেন আরিফুল

রফিকুল ইসলাম || ২০২৩-১০-১৫ ১৭:০২:১৯

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ফুটবল মাঠে গ্রামীণ শিল্প পণ্য মেলা থেকে একটি মোটর সাইকেল চুরি হয়েছে।
 গত ১৪ই অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে মোটর সাইকেলের তালা ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
 জানা গেছে, বালিয়াকান্দি শালমারা গ্রামের আব্দুল জলিল মন্ডলের পুত্র আরিফুল ইসলাম গ্রামীণ শিল্প পণ্য মেলা দেখতে আসে। মেলার পাশে রাজবাড়ী-হ-১১-৪৪৯২ বাজাজ প্লাটিনা ১০০ সিসির মোটর সাইকেল রেখে মেলায় ঘোরাফেরা করতে গেলে রাত সাড়ে দিকে মোটর সাইকেলটির তালা ভেঙ্গে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরেও মোটর সাইকেলটি না পেয়ে তিনি বালিয়াকান্দি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
 উল্লেখ্য, গত ৩০শে সেপ্টেম্বর থেকে গ্রামীণ শিল্প পণ্য মেলা শুরু হয়। মেলার আয়োজক বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মেলা শুরুর দিন থেকেই চটকদার সব বিজ্ঞাপন প্রচার করে এবং মোটর সাইকেল, বাইসাইকেল, টিভি, ফ্রিজসহ বিভিন্ন রকমের পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাফেল ড্র নামক জুয়ার টিকিট পিকআপ, ব্যাটারী চালিত ভ্যান, ব্যাটারি চালিত ইজিবাইকে করে শতাধিক বিক্রেতা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, সদর উপজেলা, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় বিক্রি করছে। লোভে পড়ে গ্রামের নিরীহ মানুষ কিনছে এসব লটারী। মেলার আয়োজক ও র‌্যাফল ড্র সংশ্লিষ্টরা এভাবে প্রতিদিন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মেলার ভিতরের অংশে টিন দিয়ে ঘিরে বসেছে সার্কাস। সেখানেও সার্কাসের নামে অশ্লীল নৃত্য পরিবেশিত হচ্ছে। এসব কর্মকান্ডের পাশাপাশি এলাকায় অপরাধীরাও সক্রিয় হয়ে উঠছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com