১০৮টি প্রতীমা নিয়ে রাজবাড়ী সদরে সবচেয়ে বড় দূর্গাপূজা হবে ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে

সুজন বিষ্ণু || ২০২৩-১০-১৭ ২৩:৫৬:১১

image

 রাজবাড়ী সদর উপজেলার মধ্যে সবচেয়ে বড় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে।
 ১০৮টি প্রতীমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করেছে মন্দির কমিটি। যা রাজবাড়ী সদর উপজেলার মধ্যে দ্বিতীয়টি নেই বলে জানা গেছে।
 মূলত সনাতন ধর্মের বিভিন্ন কাহিনী অবলম্বনে ও ১০৮ খন্ডে বাঙালি হিন্দুদের অন্যতম শারদীয় দূর্গোৎসব এখানে অনুষ্ঠিত হবে। প্রতীমা গুলোর মধ্যে রয়েছে চার যুগের দেবদেবী, রামায়ণের বিশেষ দৃশ্যপট, মহাভারতের যুদ্ধের বিশেষ প্রতিচ্ছবি, স্বর্গ ও নরকের বিশেষ প্রতিচ্ছবি, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা’র সখিদের সঙ্গে লীলার ঘূণায়মান দৃশ্য।
 পূজাকে সামনে রেখে মন্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ। দিনরাত কাজ করে শিল্পীদের হাতের নিপুন ছোয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। দম ফেলার সময় নেই কারিগরদের। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছে প্রতিমা তৈরীর শিল্পীরা।
 আগামী ২০শে অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসব শুরু হবে এবং ২৪শে অক্টোবর বিজয়া দশমী মধ্য দিয়ে শেষ হবে এই শারদীয় দূর্গোৎসব।
 ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস(রাহুল) বলেন, এ বছর আমাদের মন্দিরে দূর্গা মায়ের পূজার সঙ্গে অতিরিক্ত ১০৮টি প্রতিমা প্রদর্শনী করা হবে। প্রতীমা গুলোর মধ্যে আছে চার যুগের দেবদেবী, রামায়ণের বিশেষ দৃশ্যপট, মহাভারতের যুদ্ধের বিশেষ প্রতিচ্ছবি, স্বর্গ ও নরকের বিশেষ প্রতিচ্ছবি, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার সখিদের সঙ্গে লীলার ঘূর্ণায়মান দৃশ্য। এই আয়োজন সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে মন্দির কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। শারদীয় দূর্গাপূজা আগামী ২৪শে অক্টোবর শেষ হলেও আমাদের এই মন্দিরে অতিরিক্ত ২দিন প্রতীমা রাখা হবে। ২৭শে অক্টোবর প্রতীমা বিসর্জ্জন দেওয়া হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com