রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরীতে ডাকাতির প্রস্তিুতকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।
গত ১৫ই অক্টোবর দিনগত রাত ১১টার দিকে দৌলতদিয়া ১নম্বর ফেরী ঘাট এলাকা সংলগ্ন পদ্মা নদীর তীরে প্লাস্টিকের ত্রিপল দ্বারা ছাউনিকৃত অস্থায়ী ঘরের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১টি ছুরি ও ১টি দা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার বরাই পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মাসুদ মামুন মিয়া(৫০), উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মেম্বার পাড়া এলাকার ভানু মোল্লার ছেলে আকবর মোল্লা(৪৮), দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়া এলাকার মৃত উকিল মোল্লার ছেলে ওসমান মোল্লা(৫১) ও একই এলাকার মৃত ছদন কাজীর ছেলে মাহাবুব কাজী ওরফে মাদার কাজী (৫৪)।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, গ্রেফতারকৃতরা ফেরীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল ১৬ই অক্টোবর তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com