রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের শিক্ষক ডরমেটরিতে অধ্যক্ষের বাসভবনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল ১৬ই অক্টোবর সকালে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা।
এতে সংহতি প্রকাশ করে কলেজ শিক্ষকরাও প্রতিবাদ সভায় অংশ নেন।
জানা যায়, গত ১৫ই অক্টোবর দিনগত রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলীর বাসভবনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। বিকট শব্দে ককটেল দু’টি বিস্ফোরিত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসভবনের পশ্চিম পাশে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলেও ঘটনায় কেউ আহত হয়নি।
এ ঘটনার পরপরই অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী পাংশা থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদেরকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেন।
এদিকে পাংশা সরকারী কলেজ শিক্ষক ডরমেটরিতে অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলীর বাসভবনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা তীব্র নিন্দা প্রকাশ করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ই অক্টোবর সকাল ১০টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী, কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়েবুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবু সাঈদ মোঃ নুরুল হুদা, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও কলেজ হোস্টেল সুপার আবুল কালাম আজাদ, কলেজের অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।
অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী বলেন, বোমার বিস্ফোরণে আতঙ্কিত হয়ে তিনি বেলকনি থেকে দেখেন কম্পাউন্ড ধোঁয়ায় আচ্ছাদিত। তাৎক্ষণিকভাবে কলেজ ছাত্রাবাস থেকে ছাত্ররাও বের হয়ে ধোঁয়ার কুন্ডলী দেখতে পায়। ঘটনার সময় বারুদের তীব্র গন্ধ বের হয় এবং বোমার ধ্বংসাবশেষ পাওয়া যায়। কয়েক সপ্তাহ আগেও অনূরুপ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার বিষয়ে প্রতিকার চেয়ে তিনি থানায় দরখাস্ত করেছেন বলে জানান।
ঘটনার আকস্মিকতায় অন্যান্য শিক্ষকরা বলেন, কলেজে এর আগে এমন ধরণের কোন ঘটনা ঘটেনি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com