বালিয়াকান্দিতে গ্রীষ্মকালীন টমেটো ও পেঁয়াজের উৎপাদন বাড়াতে মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা

তনু সিকদার সবুজ || ২০২৩-১০-১৮ ০০:৩০:১৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গ্রীষ্মকালীন টমেটো ও পেঁয়াজ উৎপাদন বাড়াতে মাঠে গিয়ে কৃষদের উদ্ধুদ্ধ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
গতকাল ১৭ই অক্টোবর উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন প্রদর্শনীতে তিনি হাতে কলমে এই চারা রোপনসহ যাবতীয় কার্যাবলী সম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদান ও এই মসলা চাষাবাদে লাভ সম্পর্কে জানান।
কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, গ্রীষ্মকালীন টমেটো ও পেঁয়াজ উৎপাদন করা অত্যন্ত লাভজনক। শীতকালীন পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ীর মধ্য সবচেয়ে বেশি উৎপাদন হয় বালিয়াকান্দিতে। ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষ হয়। তবে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় আমরা পরীক্ষামূলকভাবে ৫টি ইউনিয়নের ৫ জন কৃষকের ৫০ শতাংশ জমিতে এই পেঁয়াজ চাষ করছি। শুধু তাই নয় সকল ধরণের সহযোগিতা আমরা কৃষকদের করছি এবং আমি নিজে মাঠে গিয়ে তাদেরকে হাতে কলমে বিস্তারিত দেখিয়ে দিয়ে আসছি।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসানুজ্জামান কল্লোল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com