মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে রাজবাড়ীর নিমতলায় মানববন্ধন

রফিকুল ইসলাম || ২০২০-০৫-১৪ ১৮:১৮:২২

image

মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে গতকাল ১৪ই মে দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলায় মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিমতলা এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, মাহবুবুর রহমান লিটন, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com