রাজবাড়ীর খানখানাপুরে ভাবীকে কুপিয়ে হত্যা করায় দেবরের যাবজ্জীবন জেল

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-২১ ১৪:৪১:২৮

image

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে একটি হত্যা মামলার রায়ে ভাবী পারভীন বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত দেবর হামেদ আলী মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
  সাজাপ্রাপ্ত হামেদ আলী মন্ডল রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার মৃত কেসমত আলী মন্ডলের ছেলে। 
  মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ৯ই আগস্ট সকালে সাজাপ্রাপ্ত হামেদ আলী মন্ডল ধারালো বটি দিয়ে তার ভাই হাসেম মন্ডলের স্ত্রী পারভীন বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই দিনই নিহত পারভীনের ভাই খোকন মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
  আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামী হামেদ আলী মন্ডলকে দোষী সাব্যস্ত করে উক্ত এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ মোঃ উজির আলী শেখ মামলাটি পরিচালনা করেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com