পাংশায় দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং

মোক্তার হোসেন || ২০২৩-১০-১৯ ১৬:০৩:০২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গতকাল ১৯ শে অক্টোবর বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুনের সভাপতিত্বে এবং ব্যাটেলিয়ন সদস্য মোঃ মোফাজ্জেল হোসেনের উপস্থাপনায় ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেল এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা থানার ইন্সপেক্টর (তদন্ত) ইফতেখার আলম প্রধান বক্তব্য রাখেন।

কর্মকর্তারা পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন।

পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন জানান, পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পিসি, এপিসি, পুরুষ ও মহিলা আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনি গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com