শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে গতকাল ২১শে অক্টোবর মহাসপ্তমীতে পাংশা ভাই ভাই সংঘ পূজা মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লিটু করিম, নাট্যাভিনেতা দেবাশীষ কুন্ডু ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর অংকন শিক্ষক হিমাংশু কুন্ডু রকেট প্রমূখ উপস্থিত ছিলেন।
ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসবে শিশু কিশোরদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। শিশু কিশোরদের মেধা বিকশিত করাই এর মূল লক্ষ্য। আগামীতে এই কর্মসূচি আরো সম্প্রসারিত করার গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com