রাজবাড়ী সদরের দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে এসপি

স্টাফ রিপোর্টার || ২০২৩-১০-২৩ ০৫:১৯:২৩

image

 সনাতম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন রাজবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 গতকাল ২২শে অক্টোবর সন্ধ্যায় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও অন্যান্য কর্মকর্তাগণ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী অষ্টগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির, রাজবাড়ী পৌর এলাকার হরিতলা সার্বজনীন দুর্গা মন্দির, মালিক সমিতি পুজা মন্দির, সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া পূজা মন্দির ও পাবলিক হেলথ এলাকার একটি পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্দির কর্তৃপক্ষ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পুলিশ সুপার শুভেচ্ছা বিনিময় করেন।

 এ সময় পুলিশ সুপার ৫টি পূজা মন্ডপে ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম এর পক্ষ থেকে মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

 মন্দির পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com