শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিনে কালুখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ।
গতকাল ২৩শে অক্টোবর সন্ধ্যায় কালুখালী উপজেলার দূর্গাপুর দক্ষিণপাড়া সার্বজনীন দূর্গামন্দির ও মদনমোহন জিও আঙ্গিনা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় মন্দির কর্তৃপক্ষ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি পূজা মন্ডপ দুটিতে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম এর পক্ষ থেকে মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
মন্দির পরিদর্শনকালে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আঃ গণি, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, সাধারণ সম্পদক যাদব কুমার দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে পূজার এক মাস পূর্বেই নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএসবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com