গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মেম্বার

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২৩-১০-২৪ ০০:৫২:৩৪

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবকে সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

 সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিককে(আবুল হোসেন মেম্বার) দায়িত্ব দেওয়া হয়েছে।  

 গত ২১শে অক্টোবর রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে জেলা কৃষক লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

 জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান ও যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন(গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলার সাংগঠনিক দায়িত্ব) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপর বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ও রাজবাড়ী পৌর কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

 প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ই অক্টোবর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধাকে বাদ দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন খানকে দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগ ও উজানচর ইউনিয়ন কৃষক লীগের কমিটি অবৈধভাবে বিলুপ্ত ঘোষনা করেন যাহা সংগঠনের গঠনন্ত্রের পরিপন্থি ।

 গঠনতন্ত্র বহির্ভূতভাবে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা, মাদক সেবন, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কারণে এবং বিভিন্ন সময় সংগঠন বিরোধী কার্যকলাপে সর্বদয় লিপ্ত হওয়া হাবিবুর রহমান হাবিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।  

 উল্লেখ্য, আবুল হোসেন প্রামানিক(আবুল মেম্বার)  উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন এবং তার বড় ভাই মরহুম তরিকুল মেম্বার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com